নওগাঁর পারশায় কালাইবাড়ী উচ বিদ্যালয়র আয়াজন এসএসসি/২৪ পরীক্ষার্থীদর বিদায়, ভর্তিকৃত নতুন শিক্ষাথীদর বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানজিং কমিটির সভাপতি মুসলীম উদ্দীন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। অন্যান্যর মধ্যে, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক এসাউল হক, মামুন রশিদসহ অভিভাবক ও শির্ক্ষার্থীবদ উপস্থিত ছিলন। এর আগ প্রতিষ্ঠানের ৪১জন এসএসসি পরীক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণিত নতুন ভর্তিকৃত ৪০জন শিক্ষার্থীর হাত ফুলের তাড়া তুলে দিয়ে বিদায় এবং বরণ করা হয়।