চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আয়োজনে চককীর্তি ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (আনু মিয়া)। উক্ত ওপেন হাউজ- ড অনুষ্ঠানে চককীর্ত্তি ইউনিয়ন এলাকার ছাত্র-শিক্ষক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, সমাজসেবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা।