চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক অপু, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কসবা ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফতেপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আধিবাসী একাডেমীর সভাপতি বিধান শিং প্রমূখ। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্দ বক্তব্য প্রদান করেন। বর্ধিত সভায়, সর্বসম্মতিক্রমে উৎসবমুখর পরিবেশে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে চুড়ান্ত করেন এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোকপাত করা হয়।