আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও রমজানের পবিত্রতা রক্ষা বিষয়ে বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক একে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব উল ইসলাম, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ মাসুম আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, পৌরসভার কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমান, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারন সম্পাদক ও ব্যবসায়ীগণ। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিআইওওয়ান এস.এম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজিবির প্রতিনিধি, র্যাব প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।