সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হচ্ছে, সিরাজগঞ্জ শহরের সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার ইমরান শেখ (৩২), সয়াধানগড়া জগাই মোড়ের ইনসান শেখ (২০), একই এলাকার মুন্না শেখ (২৭), দিয়ারধানগড়া মহল্লার মুক্তি বেগম (৫০) এবং বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের কামরুল ইসলাম হাসান (২২)। বিজ্ঞপ্তিতে অধিনায়ক মারুফ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা এলাকায় ভাড়ায় চালিত ইজিবাইক এবং অটোরিকশাকে টার্গেট করে বিভিন্ন স্থানে নিয়ে যায়।এরপর চালকদের জিম্মি করে তাদের কাছে টাকা হাতিয়ে নেয়।
এ ছাড়া তারা নানা কৌশলে মোবাইলে ফাঁদ পেতে লোকজনকে ডেকে এনে জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা-পয়সা আদায় করত। তিনি বলেন, খবর পেয়ে শনিবার রাতে শহরের মাছিমপুর ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।