1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
পলাশাবাড়ীতে এক নারী উদ্যোক্তার সাফলতা ॥ ৩’শ নারী স্বাবলম্বী - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পলাশাবাড়ীতে এক নারী উদ্যোক্তার সাফলতা ॥ ৩’শ নারী স্বাবলম্বী

♦ ফারুক হোসেন-গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬২ বার পঠিত

পলাশাবাড়ীতে এক নারী উদ্যোক্তার সাফলতা ॥ ৩’শ নারী স্বাবলম্বী

গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের ভবানীপুরে নিজ বাড়ীতে শপিং ব্যগ তৈরীর কারখানা গড়ে তুলেছে নারী উদ্যোক্তা সাধিনা। এই ব্যগ তৈরী কাজে যুক্ত হয়েছে এলাকার দরিদ্র প্রায় ৩’শ নারী। পরিবারে কাজের ফাকে চুক্তিতে ব্যাগ তৈরী করে বাড়তি আয় করে সাবলম্বী হচ্ছেন দরিদ্র নারীরা। স্বামীর পাশপাশি পারিবারের দারিদ্র বিমোচনে অবদান রাখা এসব নারীরা এখন উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছেন। পলাশবাড়ী উপজেলার বরিশাল, ভবানীপুর, মহাদিপুর ও গারানাটা প্রামে প্রায় প্রতিটি বাড়ীতে চলছে শপিং ব্যগ তৈরীর কাজ। নারী উদ্যোক্তা সাধিনা বেগমের হাতধরে এ ব্যগ তৈরীর কাজে যুক্ত হয়েছেন এলাকার দরিদ্র নারীরা। কেউ কেউ সাধিনার কারখানায় কাজ করলেও বেশির ভাগ নারী তার নিজ বাড়ীতে শেলাইয়ের কাজ করেন। পারিবারিক কাজের ফাকে ৩০ থেকে ৩৫ টাকা ডর্জনে শেলাই করে প্রতিদিন ২শ‘ থেকে ৩শ’ টাকা আয় করছেন। আয়বর্ধকমুলক কাজে যুক্ত হওয়া নারী বলেন এক সময় অভাব অনাটনে সংসার চললেও এখন তারা অনেকটায় সাবলম্বী। দশ পঞ্চাশ টাকার জন্য স্বামীর কাছে তাদের আর হাত পাত্তে হয়না, ছেলে-মেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সাংসারেও আর্থিকভাবে সহযোতা করছেন তারা। পারিবারের দারিদ্র বিমোচনে অবদান রাখা এসব নারীরা এখন স্বপ্ন দেখছেন উন্নত জীবন গড়ার। নারী উদ্যোক্তা সাধিনা বেগম বলেন, ২০১৮ সালে পলাশবাড়ী বিআরডিবি গাইবান্ধা সমন্বিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ব্যাগ সেলাই ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ শেষে শপিংব্যগ তৈরীর কারখানা গড়ে তোলেন। পরে প্রশিক্ষণ নেওয়া এলাকার অন্য নারীদের সম্পৃক্ত করেন। উৎপাদিত শপিংব্যাগ বিভিন্ন হাট বাজারে বাজারজাত করছেন। ঘরে বসে নিজের এবং এলাকার দরিদ্র নারীদের স্ব”ছলতা দেখে খুশি সাধিনা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হাসানুজ্জামান বলেন, গাইবান্ধা সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্পের আওতায় পন্যভিত্তিক পল্লী গড়ার লক্ষ্যে গ্রুপ করে সল্প আয়ের পরিবারের ২শ’ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ১শ’ ১৩ জনকে সেলাই মেশিন ক্রয়ে ঋণ দেন। প্রশিক্ষণ শেষে শপিংব্যগ তৈরীর কাজ করে আয় করছেন। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, সল্প আয়ের পরিবারের নারীদের এধরনের প্রশিক্ষণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। আগামীতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নতুন নতুন পল্লী গঠনের উদ্যোগ নেয়া হবে। পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এধরণের কর্মমুখী নানা প্রশিক্ষনের মাধ্যমে নারীদের সবলম্বী করা গেলে দারিদ্র্য বিমোচন সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!