জেলার চোর চক্রের ২জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুরের মোঃ ইব্রাহিম আলী @ ফিটুর ছেলে মোঃ বিপ্লব আলী (২৬) এবং চর হাসানপুরের -মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২১)। র্যাব জানায়, ১৯ মার্চ রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সেলিমাবাদ দেওয়ান জায়গীর এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ২ জন সক্রিয় সদস্য মোঃ বিপ্লব আলী ও মোঃ রায়হান কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে। র্যাব আরো জানায়, আটককৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো। এ চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।