চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবারে ০৭ টি ট্রাকে ১৭১ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সমির ঘোষ। তিনি জানান, আঠংর বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আঠং আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে ২০ মার্চ পর্যন্ত ০১ জন আমদানিকারক ১৭১ মেট্রিক টন আলু আমদানি করেছেন। আগামীকাল থেকে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। আশা করছি এ আলু আমদানিতে দেশের বাজার স্বাভাবিক থাকবে। এছাড়া তিনি আরোও জানান, গত সোমবার (১৮ মার্চ) পর্যন্ত ৪৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩৩ জন আমদানিকারক এই পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।