চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী জেলার কর্মরতদের সংগঠন ‘মোরা রাজশাবাসী’র আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। প্রথমে সবাই নিজেদের পরিচয় তুলে ধরেন।
পরিচয় পর্ব পরিচালনাসহ সার্বিক বিষয় তদারকি করেন আয়োজনের মূল উদ্যোক্তা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর। ইফতারের পাশাপাশি নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন তারা। চাঁপাইনবাবগঞ্জে এমন আয়োজন উপভোগ করে উচ্ছ্বসিত রাজশাহীবাসী। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে সবার মঙ্গলের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান, সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকর, এম সারওয়ার জাহান, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, গোমস্তাপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশারাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মো. কামাল উদ্দীন, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, ফয়সাল মাহমুদ, ওলিউজ্জামান রুবেল, তারেক হোসেন, ফারুক হোসেন চৌধুরী, ইসাহাক আলীসহ ‘মোরা রাজশাবাসী’র সদস্যরা।