মহান স্বাধীনতা দিবস-২০২৪ এ সকল শহিদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধ এবং আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বিশুরাম মূর্মূ, বৃহত্তর ঢাকা কমিটির সহ-সাধারণ সম্পাদক রতিশ টপ্য, সদস্য লাপোল কড়া, আস্তিক মাহাতো প্রমূখ।