‘দূরন্ত ৯৫’ উদ্যোগে অসহায় দরিদ্র মানুষকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও স্বনির্ভরতা অর্জনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঙ্গলবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনারের সামনে এসব বিতরণ করা হয়। এলাকার ১৫০ জনকে খাদ্য সামগ্রীর ঈদ উপহার এবং দুই জনকে স্বনিভরতা অর্জনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘দূরন্ত ৯৫’ এর এ্যাডমিন সদস্য আলহাজ্ব ইয়াসমিন সুলতানা রুমা, আমিনুল ইসলাম জনি, খাইরুল বাসার পলাশ। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোকসেদুল মোমিন, মামুন মনো, মোহাম্মদ আলী পিপুল, ইকবাল বারী, মাহফুজুর রহমান, তোজাম্মেল হক জামিল, রাধাবল্লভ, বাদরুল হুদা পলাশ, কামরুল আহসান, আবু তাহেরসহ অন্যরা।
ঈদ উপহারে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চিনিআতপ চাল, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই, তেল, ছোলা, মসুর ডাল, আলু এবং পাউডার দুধ। অসহায় দরিদ্র মানুষগুলো এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছে এবং ‘দূরন্ত ৯৫’ এর এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, করোনা মহামারী, ঈদ এবং বিভিন্ন দূর্যোগময় সময়ে দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘দূরন্ত ৯৫’। এবছরও ঈদে আনন্দ ভাগাভাগি করতে দূরন্ত ৯৫’ উদ্যোগে অসহায় দরিদ্র মানুষকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও স্বনির্ভরতা অর্জনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ‘দূরন্ত ৯৫’ এর এ্যাডমিন সদস্য আলহাজ্ব ইয়াসমিন সুলতানা রুমা।