জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রামনগরস্থ তা’লীমুল কুরআন একাডেমী ও হিফ্জখানায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল এর সভাপতিত্বে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তা’লীমুল কুরআন একাডেমী ও হিফ্জখানার সাধারণ সম্পাদক এস এম আবেদুর রহমান, এফপিএবি এর সহকারী জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম নূর আলী, পৌর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ হাসিম, পোল ষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক আকু, যুবনেতা বজলার রহমান ও দিনাজপুর জেলা ছাত্রলীগ-কেবিএম কলেজ শাখার সহ-সভাপতি আল আমিন সরকার প্রমুখ। ইফতার এর আগে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন তা’লীমুল কুরআন একাডেমী ও হিফ্জখানার শিক্ষক আবুল কালাম আজাদ।