রাজশাহী’র পদ্মা নদীর দুর্গম চর চরমাঝারদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ। ২৯ মার্চ রাতভর অভিযান পরিচালনা করে মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, মো: রিপন শেখ (২৮), মো: ফারুক হোসেন (২৬) ও মো: মনিরুল ইসলাম (৩৫)। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন মো: হাবিবুর রহমান হাবিব (২৮), মো: নাইম শেখ (২০), মো: রাজীব ওরফে রাজিম (২৫) ও মো: মুসা (২৬)। তারা সকলেই রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়াড় এলাকার বাসিন্দা। পুলিশ সুত্র জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র দামকুড়া থানায় মুলতবি ছিল। আসাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। কিন্তু আসামিদের বাড়ি দুর্গম চরাঞ্চলে হওয়ায় সহসায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। ২৯ মার্চ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামিরা দামকুড়া থানার চরমাঝারদিয়াড় এলাকায় বাড়িতে অবস্থান করছে। প্রেক্ষিতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশারের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের একটি টিম ৩০ মার্চ (২৯ মার্চ দিবাগত) রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: জামিরুল ইসলাম।