বিপুল পরিমান মাদক পাচারের গোপন সংবাদে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের চকপাড়া নলডুবি এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ১৪ জুন আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় চকপাড়া নলডুবি ব্রীজ নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ২ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া হেরোইন এর সিজার মূল্য-৪০ লক্ষ টাকা। উদ্ধারকৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।