চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখা কমিটি পুর্নগঠনের লক্ষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহা. শামশুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. তোসিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীসহ অন্যরা। বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ও উপজেলা শাখার সহযোগিতায় এবং পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক উমার ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শফিকুল আলম বিশ্বাসসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।