যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশের দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই রাবার বুলেট ছুড়ে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। আহত শফিকুল ইসলাম ডালিম (৩২) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু (৩৫) একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে। বিজিবি কর্মকর্তা আনোয়ার জানান, সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭-এস এর ১৮২ আর পিলারের বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের ভেতরে দুই জন ফেনসিডিল আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ও রাবার বুলেট ছুড়ে। এতে রাবার বুলেটের আঘাতে আহত হয় দু’জন। খবর পেয়ে দৌলতপুর বিওপির বিজিবি টহল দল আহতদেরকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।