প্রচন্ড গরম আর তাপদাহে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগির সংখ্যা। গত এক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত সাতদিনের তথ্যে জানা গেছে-আক্রান্তদের ৭০ শতাংশই শিশু। তীব্র দাবদাহের কারণে ডায়রিয়া রোগি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে ডায়রিয়া আক্রান্ত রোগিদের বারান্দা বা করিডোরের মেঝেতে এভাবেই চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সুত্র জানায়, প্রতিদিন শতাধিক রোগি ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। এদের মধ্যে যাদের অবস্থা তুলনামূলক খারাপ, তাদের ভর্তি করা হচ্ছে। বাকীদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে। বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৯২ জন। অথচ ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র শিশুদের জন্য ১০টি ও বড়দের ১৫ থেকে ২০টি। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহফুজ রায়হান বলেন, হঠাৎ করেই তীব্র গরম বেড়ে যাওয়ার কারণেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। এ সময় শিশুদের খাদ্যগ্রহনসহ চলাফেরায় সতর্ক হতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। কয়েকদিনের চলমান দাবদাহেই ডায়রিয়া রোগির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকলকে সাবধানে চলাচল করতেও পরামর্শ দেন এই চিকিৎসক।