বরেন্দ্র অঞ্চল খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা এবং শিক্ষার প্রতি আগ্রহ, ঝরে পড়াসহ বাল্যবিয়ে রোধে ১৬৭ টি বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি হিসেবে ৮ লাখ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, রাজশাহী বিশ্ব বিদল্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকারসহ অন্যরা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জানান, বাইসাইকেল পাওয়ায় আমারসহ আমার পরিবারের অনেক উপকার হবে। আগে পায়ে হেটে বা ভ্যানে করে স্কুলে অর্থ খরচ করে যেতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হবে না। সময় মতো স্কুল গিয়ে ক্লাস করতে পারবো। বাইসাইকেল পাওয়ায় অনেক আনন্দিত আমরা।
এদিকে অতিথিরা জানান, এ ধরনের আয়োজন ক্ষদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজে লাগবে। আগমীতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। অনুষ্ঠানে ১৮৭ জন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।