দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর চৌধুরী পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় এ কাজের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইনটি। তিনি মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি দোলেয়ার হোসেন বেলাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার সবুজ, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোছাঃ শিউলি বেগমসহ আরো অনেক উপস্থিত ছিলেন।