তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিন জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিকেলে শহরের ফুড অফিস মোড়স্থ সংস্থার কার্যালয়ে দুই দিন ব্যাপী এই সভা শুরু হয়।
‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ স্লোগানে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে নারী উদ্যোক্তা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খানসুর, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ৫টি ট্রেডের প্রশিক্ষক মোঃ সালাম, নাহিদ নাহার, শ্রী রঞ্জিত রায়, ববি আক্তার ও মোসাঃ আশা আক্তার। তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বক্তারা। এসময় ৯৫ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভা সোমবার (২২ এপ্রিল) বিকেলে সমাপনী হবে বলে নিশ্চিত করেছেন জাতীয় মহিলা সংস্থা কর্তৃপক্ষ।