এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০২২ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে শিবগঞ্জে এক ওরিয়েন্টেশন সভা হয়েছে। শুক্রবার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।