বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প হয়। অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আশিক নামের রাজশাহী সদরের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক চাঁপাইনবাবগঞ্জের এক গৃহিনী জানান, বাসায় কাজ করার সময় রাতে হঠাৎ করেই ঝাঁকি দিয়ে উঠে এবং থালা বাসন ও পানি কাঁপতে থাকে। তবে, সেটা কয়েক সেকেন্ড। কিন্তু পানিগুলো বেশ কিছুক্ষন ধরে কাঁপতে ছিলো। তাতেই বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। তবে জেলা কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও বেশ কয়েকজনের সাথে কথা বলেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা কিছু জানতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের কোনো খবর এখন দেখা যায়নি।