চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে নাককাটিতলা বাজার ঘাটে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে, বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯)।
দুই জনই বামুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বেলা এগারোটার সময় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ২ জন। পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, সোমবার মহানন্দা নদীর বালুটঙ্গী গ্রামে স্কুল থেকে ফিরে এক সঙ্গে গোসলে যায় সুমাইয়া ও শাকিল। এ সময় স্রোতে তলিয়ে যায় তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।