গাইবান্ধা জেলা সমিতি, রংপুর আয়োজিত গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার সন্ধায় পাবলিক লাইব্রেরি রংপুর মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক আনোয়ার উল ইসলাম রাজু, গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, মরহুমের সহধর্মিণী রওশন আরা সোহেলী, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ আলম, মরহুমের শ্যালোক সাইফুল ইসলাম মুক্তা, লেখক তোফাজ্জল হোসেন, নিজামুল বাবলু, মাসুদুর রহমান মুকুল, বোরজাহান কবির, ফরিয়াদুর রহমান, রবিন জাকারিয়া, এম এম জাকারিয়া, লেখক খন্দকার মাহফুজার রহমান, ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। সভা পরিচালনা করেন মোকসেদার রহমান মুকুল। উল্লেখ্য, রংপুর জেলা শিল্পকলা একাডমির সাবেক কালচারাল অফিসার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম আব্দুর রহিম গত ১০ এপ্রিল সকাল ১১টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এবং তাঁকে গাইবান্ধা পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি রংপুর এর প্রথম কালচার অফিসার ছিলেন, অসংখ্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি।