নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার রাতে পল্টন থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। প্রতারণাসহ ৭টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ওরুফে পচা বাবু। নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিৎ করে জানান,
পল্টন থানা পুলিশ গ্রেফতারের পর বিষয়টি নাচোল থানাকে অবহিত করেছেন। সোমবার তাকে নাচোল থানায় আনা হয়। বিশেষ সুত্রে জানা গেছে, বাবুর বিরুদ্ধে ৭টি প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।