শ্যামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি আয়োজিত এবং এসিডি’র সহযোগিতায় শ্যামপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের শিশুবিবাহ প্রতিরোধে বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে পর্যালোচনা সভা হয়েছে। রবিবার সকালে সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। বাজেট পরবর্তী এ সভায় এসিডি’র প্রোগাম অফিসার মোঃ এনামুল হক শুভেচ্ছা বক্তব্য, বাংলাদেশে বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি এবং চাঁপাইনবাবগঞ্জের অবস্থা তুলে ধরেন। এ পরিস্থিতি হতে উত্তরণে এবং বাল্য বিবাহ রোধে ইউপি বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা এবং তার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। ইউনিয়ন পরিষদের বাজেটে শিশু বিবাহ প্রতিরোধে বরাদ্দ রাখবার জন্য কিশোর কিশোরী দলের সদস্যদের ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ এবং আবেদনপত্র প্রদানের প্রেক্ষিতে শ্যামপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে শিশু বিবাহ প্রতিরোধে মোট ৫০ হাজার টাকা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর জন্য কিশোর কিশোর কিশোরী দলের পক্ষ থেকে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে শিশু বিবাহ প্রতিরোধে উক্ত বরাদ্দকৃত অর্থ কিভাবে ব্যয় করা হবে সেই সম্পর্কে জানাতে অনুরোধ করেন বক্তারা। সভাটি এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির সঞ্চালনায় পরিচালিত হয়। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের মেম্বারগণ, সংরক্ষিত মহিলা মেম্বারগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।