মুন্সীগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলাতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান। ৫ মে রাত পৌনে ১২টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে পড়তে থাকে শিলা। তবে রোববার সন্ধ্যা থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও হিমেল বাতাস অব্যাহত ছিল। এদিকে রাত পৌনে ১২টার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব প্রায় ২০ মিনিট অব্যাহত ছিল। বেশি রাত হওয়ার কারণে এ সময় শহরের রাস্তা ছিলো ফাঁকা। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। প্রায় ২০ মিনিট পরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব কমে এলে শহরের প্রধান সড়কসহ বিভিন্নস্থানে শিলা জমে থাকতে দেখা যায়। এতে গরমের তীব্রতা কমে গিয়ে জনমনে প্রশান্তি দেখা দিলেও গভীর রাতে বাড়ি ফেরা মানুষ কিছুটা বিড়ম্বনায় পড়ে। এ সময় ঘরের চালে ও জানালার গ্লাসে তীব্র শিলার আঘাতে বাড়িঘরে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিছু কিছু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জে কয়েক পশলা বৃষ্টি হলেও গরমের দাপট কমাতে পারেনি।