স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অংশ হিসেবে সোমবার দুপুরে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুজিব মঞ্চে সমাবেশ করে। পদযাত্রা ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. মো. সাইফ জামান আনন্দ। এসময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ’র সভাপতিত্বে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান আশিকসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, সাধারণ সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছ, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান।
নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যার্টাজী। শাহ্ নেয়ামতুল্লাহ কলজে ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল আলী মন্ডল, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার জয়, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আনাস আলী, সাধারণ সম্পাদক সাফায়েত খান রিয়াদ, এক্সমি কৃষি বশ্বিবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদে তুষার, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ ছাত্রলীগের সভাপতি তৌসিক রনি মাহফুজ, সাধারণ সম্পাদক আব্দুল, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শরীফা খাতুন, সাধারণ সম্পাদক কনা সরকারসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।