রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ ও দফাদারদের নিয়ে ৩০ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৬টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ ও দফাদার ওই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সে ভার্রচুয়ালপ্লাটফর্মে যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ড. মুহাম্মাদ আবদুল মুমীত, সহকারী প্রোগ্রামার (আইসিটি) তাজরুল ইসলাম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ৭ মে হতে একটানা ৩০ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।