চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাট উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন আজ। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গ্রহনের মালামাল পৌছানো, নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন বুধবার। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৯টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোমস্তাপুর উপজেলার ৮৯ টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৩০ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন ৩য় লিঙ্গের ভোটার ১ একজন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাচোল প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন বুধবার। ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌছেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৭টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাচোল উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রের ৩৬২টি কক্ষে ১ লাখ ২৫ হাজার ৭৬ জন ভোটার এ উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭৪৪ জন, মহিলা ভোটার ৬২ হাজার ৩৩২ জন। নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোলাহাট প্রতিনিধি জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ছাড়া উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়ন ৩৮টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি। মোট ভোট কক্ষ ২৪৪টি, এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ২১৫টি, অস্থায়ী ২৯টি। মোট ভোটার ৮৬ হাজার ২২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ জন, মহিলা ভোটার ৪৩ হাজার ৭১২ জন। ভোলাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রেজাউল করিম জানান, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে, এছাড়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-পুলিশের পাশাপাশি, বিজিবি, আনসার ও ডিবি পুলিশ মোতায়েন থাকবে।