৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়া এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে ৩ যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দণ্ডাদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার (মোড়াহাটি) গ্রামের রজব আলীর ছেলে শাকির মিয়া (৩৯), একই গ্রামের সাচ্চু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮) ও ইয়াকুব আলীর ছেলে মো. রাকিব হোসেন (২৪)। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধ ভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে শাকির মিয়াকে আটক করা হয়। শাকির ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একই কেন্দ্রে অপর পুলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকে ভোটারদের ভোট দেয়ার জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তিনি আরও জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভোট দেয়ার জন্য অন্যায় ভাবে প্ররোচিত করার সময় মো. রাকিব হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধারায় শাকির মিয়াকে ১৫ দিন, হৃদয় মিয়াকে ১০ দিন ও রাকিব হোসেনকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।