নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন সুইস গেট এলাকার একটি ভুট্টাখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি আলেপ (৫০) উপজেলার শ্রীরামপুর গ্রামের শমসের আলীর ছেলে। শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আলেপ। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে ভুট্টাখেতের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।