চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নির্বাচন সহিংসতা ঘটনার জের ধরে আওয়ামীলীগ কর্মীদের নামে মামলা হয়েছে ভোলাহাট থানায়। গত ৮মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দিনে ভোলাহাট গোহালবাড়ি ইউনিয়নের ১৬নং বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পূর্ব দিকে চেয়ারম্যান প্রার্থী চিংড়ি মাছ প্রতীকের সমর্থকদের উপর হামলার ঘটনায় এই মামলা হয়েছে বলে এজাহার সুত্রে জানা গেছে। আহত আজম আলীর ছেলে মোঃ আলমাস আলী সুমন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ৩২৩, ৩২৪ সহ কয়েকটি ধারা উল্লেখপূর্বক ভোলাহাট থানায় একটি মামলা করেছেন। আসামিরা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ভোলাহাট থানা পুলিশ। এবিষয়ে ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী মোহাঃ আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হন নি। এবিষয়ে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মোহাঃ আব্দুল খালেকের সাথে জানতে চাইলে তিনি জানান, তাদের ভাইদের মধ্যে অন্তঃদন্দের জের ধরে তারা নিজেরা মারামারি করে আমার ভোটের ক্ষতি করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে চিংড়ি মাছ প্রতীকের সমর্থকরা। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।