চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শওকত হামিদুল হক ডলার, প্রধান শিক্ষিকা সেলিনা বেগমসহ অন্যরা। সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।