হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। ‘আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রবিবার (১৯ মে) দুপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর মিলনায়তনে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বিভাগীয় পরিচালক সমাজসেবা অধিদপ্তর রংপুর, অতিরিক্ত পরিচালক, জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন, সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী, রংপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাহফুজার রহমান, সাংবাদিক মামুনুর রহমান মামুন, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সুজন সম্পাদক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন সরকার,
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি জয়িতা নাসরিন নাজ, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, সাংবাদিক জয়নাল আবেদীন, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর কার্য নির্বাহী কমিটির সদস্য, সুশীল সমাজের নেত্রিবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ,হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সকল ষ্টাফ ও সাংবাদিক বৃন্দ। মাননীয় মন্ত্রী হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর পরিদর্শন এবং কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও মো. আনোয়ার হোসেন। উল্লেখ্য, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘদিন থেকে এরকমভাবে স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠানবৈঠক কর্মশালা, উঠান বৈঠক জনসচেতনতামূলক সেমিনার, ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত করে আসছে। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকার রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৬ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।