চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম সেরাজুল ইসলাম টাইগারের স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিকেলে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই স্মরণ সভা হয়। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এর আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। আরও বক্তব্য রাখেন, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা ও সামাজিক সংগঠক আসাদুল্লাহ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানাজ্জামান নুহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দীন মড়ল, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, শিক্ষক তরিকুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, সাংস্কৃতিক ব্যক্তি সাইফুল ইসলাম রিপন, মরহুম সেরাজুল ইসলাম টাইগারের একমাত্র ছেলে সাখাওয়াত হোসেন মিলন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, যুবনেতা মোমিন বিশ্বাস, মনসুর আলী, ছাত্রনেতা এন্তাজুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আলোচনা শেষে মরহুম সেরাজুল ইসলাম টাইগারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।