চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও ৭৮২৩ ভোট পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেন। নির্বাচনের আগের দিন রাতে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরেও ৭৮২৩ ভোট পেয়েছেন। সহকারী রিটেনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন ৭৮২৩ ভোট পেয়েছে বলে জানা যায়। এই বিষয়ে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহীমের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের আগের দিন নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু আমি পেয়েছি মানুষের ভালোবাসা, সরে দাঁড়ানোর পরেও ৭৮২৩ ভোট দিয়ে আমাকে ধন্য করেছেন। আমার বিশ্বাস, আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে বিপুল ভোটে বিজয় অর্জন করতে করতাম। শিবগঞ্জবাসীর এই ভালোবাসার ঋণ আমি কোনদিন পরিশোধ করিতে পারবো না, সবাই আমার জন্য দোয়া করবেন।