সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী ভাবে কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ শুরু করেছে বেলকুচি খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৫ মে) বেলকুচি এলএসডি গোডাউনে উপজেলার ১৮৬ জন কৃষকের নিকট থেকে একশত উনষাট মেট্রিক টন ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু। আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, বেলকুচি এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় রেজিষ্ট্রেশনকৃত কৃষকগণ এসময় উপস্থিত ছিলেন।