জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শনিবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। সভা শেষে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে সন্ধ্যা রাতে শিল্পকলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর গান ও কবিতা আবৃত্তি হয়।