সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অভিযোগে ৩ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সকালে শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে তাদের আটক করা হয়। এছাড়া, মাদক বহন করা গাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে, নীলফামরী জেলার মো. সুমন সরকার, গাজীপুর জেলার মো. শহিদুল ইসলাম এবং বগুড়া জেলার সোহাগ। সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেন্সিডিলসহ আটক ৩ জনের মধ্যে সুমনের নামে মাদক আইনে বিভিন্ন থানায় ১০টি, সোহাগের নামে ১টি মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।