কৃষি গবেষণাকে আরও শক্তিশালী করতে বরিশালে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেবা ও সরবরাহ উইংয়ের পরিচালক ড. ফেরদৌসী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (রুটিন দায়িত্ব) ড. এম এম কামরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ড। আমাদের উদ্ভাবিত জাত এবং প্রযুক্তিগুলো দেশের অন্যান্য এলাকার ন্যায় দক্ষিণাঞ্চালেও ব্যবহার হচ্ছে। ফলশ্রুতিতে এ অঞ্চলের কৃষি এগিয়ে যাচ্ছে। যদিও উপকূলীয় এই এলাকাগুলো কৃষিকাজ বেশ চ্যালেঞ্জিং। তবে রয়েছে অনেক সম্ভাবনা। এসব বিষয়গুলো নিয়ে কৃষি বিজ্ঞানী এবং সম্প্রসারণবিদদের মধ্যে পারষ্পারিক আলোচনা হবে। একই সাথে গবেষণায় জন্য আগামী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এতে কৃষি ও কৃষকের উন্নয়ন হবে। আর তা সম্মিলিত প্রচেষ্টাই বাস্তবায়ন সম্ভব।