চাঁপাইনবাবগঞ্জে শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় ২ লাখ ২৮হাজার ৪৮৫ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সকাল ১০টায় শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। এসময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মাসুদ পারভেজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতানা পাপিয়া, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ আমিরুল ইসলাম জীবনসহ সংশ্লিষ্টরা। জেলার ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের জাতীয় পুস্টিসেবা প্রকল্পের আওতায় ৫ উপজেলায় ১২০৪ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ২৬৫ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ ২২০ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়। নিয়মিত কেন্দ্রের বাইরেও পাঁচ উপজেলায় ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভ্রাম্যমান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫১ হাজার ৮৩৭ শিশুকে, শিবগঞ্জ উপজেলায় ৮৪ হাজার ৯১৪ শিশুকে, গোমস্তাপুর উপজেলায় ৩৮ হাজার ১৫৯ শিশুকে, নাচোল উপজেলায় ১৯ হাজার ৯৪৪ শিশুকে, ভোলাহাট উপজেলায় ১৩ হাজার ৫৮৫ শিশুকে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌসভার ১৫টি ওয়ার্ডে ২০ হাজার ৪৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলা জুড়ে দিনব্যাপী থাকা ১২০৪ টি কেন্দ্রে ২৪১২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।