চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট মোড়ে আম চাষিরা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঘণ্টাব্যাপী এ অবরোধ পালিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যায়।
এ সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা শতাধিক পণ্যবাহী ট্রাককানসাট বাজারে আটকা পড়ে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নিবাহী অফিসার আবুল হায়াত জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। আপাতত যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।