নওগাঁর পোরশায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিতপুর দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, মজিবর রহমান, আহমাদুল হক শাহ্, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর অংগ সংগঠনের নেতাকর্মীরা।