রাজশাহী কলেজ মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রাখবো মরুমতায়, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে বুধবার দুপুরে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহা. কামরুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহা. ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. রেজাউর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, আমি চাইলেই রাজশাহী কলেজের সকল গাছ কেটে ফাঁকা করে ফেলতে পারি, কিন্তু এটা হবে আমার ক্ষমতার অপব্যবহার। সকলের উচিত ক্ষমতার সঠিক ব্যবহার করে পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, সকলে যেন পরিবেশকে সুন্দর ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগায়। আয়োজন করা হয় নানা প্রতিযোগিতার ও সকলের মাঝে বিতরণ করা হয় লিফলেট। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।