জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল থেকে মাদকসহ চিহ্নিত মাদক কারবারী আজিজুলকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের সদস্যরা। জেলার বদলগাছী থানাধীন পূর্বখাদাইল গ্রামে অভিযান পরিচালনা করে মাদক কারবারী নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল পূর্বপাড়ার মৃত আফাজ উদ্দিন মন্ডল এর ছেলে
মোঃ আজিজুল হক (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আজিজুল চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার বদলগাছী থানাধীন পূর্ব খাদাইল গ্রাম থেকে র্যাব-৫ এর আভিযানিক দল আজিজুল কে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে তল্লাশি করলে তার নিকট থেকে মাদকদ্রব্য ৩৫ পিচ ট্যাপেন্টাডল এবং ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা করা হয়েছে।