আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার অসহায় দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এক অনুষ্ঠানে এই সহায়তার অর্থ তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার ৩০৯ জন অতি দরিদ্র মানুষকে ১ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা তুলে দিয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, ঈদুল আজহার আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য অর্থ সহায়তা দেয়া হলো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং জেলা প্রশাসনের জন্য দোয়া কামনা করেন।