মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ফেন্সিডিলসহ ২ জন আটক হয়েছে। শনিবার বিকেলে এই অভিযানে আটক হয়, জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওপাড়ার মোঃ রুস্তুম আলীর ছেলে মোঃ লালচাঁদ আলী (৩৪) ও একই উপজেলার উত্তর উজিপুরের মৃত মহসিন আলীর ছেলে মোঃ নাইমুল হক (৫৮)।
শনিবার রাতে ডিএনসি’র এক প্রেসনোটে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনছিুর রহমান খাঁন এর দিক নির্দেশনায় এবং ডিএনসি’র ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এদের গ্রেফতার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।