চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা যুব মহিলালীগের সভাপতি মোসাঃ সুরাইয়া ডলির সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া খায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু বিশ্বাসসহ উপজেলার চার ইউনিয়নের যুব মহিলালীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।