শিবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা হয়েছে। সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা মিলানায়তনে এ কর্মশালা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবুল হায়াতের সভাপতিত্বে ও শিবঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন দাসের সঞ্চালনায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ এর দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা পুুরুষ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। কর্মশালায় উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধি, মিডিয়া কর্মী, ইমাম, স্কাউটের প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, উপজেলার প্রত্যন্তাঞ্চলের মহিলাসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেয়। কর্মশালায় মাদক রোধে বিভিন্ন ধরনের মতামত দেন এবং মাদকরোধে কঠোর প্রতিশ্রুতি দেন বক্তারা